top of page
Search
Writer's pictureC.howdhury's

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস

Updated: Dec 7, 2023

يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম" (সূরাহ নাবা, আয়াত : ৪০)



يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম" (সূরাহ ফজর, আয়াত : ২৪)



يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো" (সূরাহ


আল-হাক্কা, আয়াত : ২৫)



يَـٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا


● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)




يَـٰلَيْتَنَآ أَطَعْنَا ٱللَّهَ وَأَطَعْنَا ٱلرَّسُولَا۠


● "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম" (সূরা আহযাব, আয়াত : ৬৬)



يَـٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًا


● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)



يَـٰلَيْتَنِى كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا


● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)




يَـٰلَيْتَنِى لَمْ أُشْرِكْ بِرَبِّىٓ أَحَدًا


● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরা কাহফ, আয়াত : ৪২)



يَـٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَـٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ


● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ আনআম, আয়াত : ২৭)



সেইদিন আপসোস করে কোন লাভ হবে না। সুতরাং রবের নীড়ে ফিরে আসুন। কারণ, প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ অস্বাদন করবে।


আল্লাহ সুবহাহু ওয়া তায়ালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন ।



84 views0 comments

Comments


bottom of page